মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যাগে ২০ জন অসহায়দের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সম্মুুুখে আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ বর্মন প্রমুখ।
উপজেলা সমাজসেবা কার্য্যালয় সূত্রে জানা যায়, ২০ অসহায় দরিদ্রদের মাঝে জনপ্রতি ৭ কেজি চাল, ৫০০ তেল, ১ কেজি লবণ, ১টি সাবান ও ১টি মাস্ক বিতরন করা হয়।