করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন।

পরে মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন শ্রদ্ধা জানান ।পরে সরকারী-বেসরকারী প্রতিস্টান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতীক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু ম্যুরালে ।

এরপর জেলা আওয়ামী লীগ এর আয়োজনে একটি শোকর‌্যালি সারা শহর প্রদক্ষিন করে। এ শোকর‌্যালিতে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। এছাড়া দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপি নানা কমসূর্চি গ্রহন করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ