কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত এক ব্যবসায়ীর মালামাল উদ্ধার করলো পুলিশ। ব্যবসায়ী মো: আব্দুল রউফ গত ২৩ মার্চ ২০২০ মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, ৩নং আমল আদালতে মালামাল উদ্ধারের নিমিত্তে একটি পিটিশন মামলা দায়ের করেন। যার নং ১৩৪/২০২০ (কমল:)।
পিটিশন মামলায় জানা যায়, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের মো: আব্দুল রউফ এর দোকান গৃহ থেকে মো: ওয়াহিদ রুপ, ছালিক মিয়া ও অরুপ ভট্টাচার্য্য কর্তৃক মূল্যবান কাগজপত্র, খাতাপত্র, পাসপোর্ট, দোকানের মুল্যবান মালামাল ইত্যাদি নিয়ে যান।
এ ব্যাপারে মো: আব্দুল রউফ বাদী হয়ে ফৌ: কা: বি: এর ৯৬ ধারার বিধান মতে মালামাল মূল্যবান কাগজাত খাতাপত্র ও পাসপোর্ট ইত্যাদি উদ্ধারের নিমিত্তে তল্লাশী পরওয়ানা ইস্যুর প্রার্থনায় মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, ৩নং আমল আদালতে মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে আদালতের আদেশে বুধবার (৫ আগষ্ট) মো: ওয়াহিদ রুপের বাসা থেকে শমশেরনগর পুলিশ ফাাঁড়ির এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ১টি সোকেস, ১টি ক্যাশ বাক্স, ১টি ড্রয়ার, ১টি গ্লাস বক্স, ১টি টেবিল ফ্যান, ১টি সিলিং ফ্যান, ২টি চৌকি, ব্যাংকের চেক বহি, জাতীয় পরিচয়পত্র, ১টি পাসপোর্ট, বাচ্চাদের সনদপত্র, বিকাশ এজেন্টের খাতাসহ আরো ৩টি খাতা ও ২টি রেইন কোর্ট উদ্ধার করেন।
ব্যবসায়ী আব্দুর রউফ বলেন, আমার ৩লাখ টাকার প্রসাধনীসহ অন্যান্য মালামাল পাওয়া যায়নি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি এস আই শাহ অলম উদ্ধারের বিষয়টি সত্যতা স্বীকার করেন।