কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ধলই চা বাগান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে চা ছাত্র-যুব সমাজ মানববন্ধন পালন করেছে।
রোববার(২ আগস্ট) সকাল ১১টায় শমশেরনগর চা বাগানের চাতলাপুর সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
চা শ্রমিক নেতা সীতারাম বীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালীর সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, ছাত্রনেতা মোহন রবিদাস, নারী নেত্রী মেরি রাল্ফ, ছাত্র নেতা কৃষ্ণ রাজভর, চা বাগান পঞ্চায়েত কমিটির সম্পাদক শ্রীকান্ত কানু, বাবুল মাদ্রাজী প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭ জুলাই নিরাপত্তার কারণ দেখিয়ে বাগান কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ধলই চা বাগান বন্ধ করে দেয়।