পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জের পদ্মছড়া চা বাগানে অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে পুলিশ মাদকসহ ৫ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কর হয়েছে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, কমলগঞ্জ থানার এস আই মো.সিরাজুল ইসলাম, এ এস আই মো. মিজানুর রহমান, এ এস আই গোলাম মোস্তফা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পদ্মছড়া চা বাগানে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে দেশীয় ৭০ লিটার চুলাই মদ সহ রামচরন(৩০), রামমোহন মুন্ডা(৫৫), রুকন মুন্ডা(৬০), বাবুলাল রিকমন(৪০), রাজেন অন্তবাই(৫৫)কে বিক্রয় নিষিদ্ধ ৭০ লিটার চুলাই মদ সহ আটক করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত ৫ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।