করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ছাত্রীদের গায়ে কালি, প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থীরা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

করাঙ্গীনিউজ: নারায়াণগঞ্জে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের গায়ে শ্রমিকদের কাল দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তিনটি কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ মিছিল হয়।

এতে অংশ নিয়ে প্রতিবাদ জানায় সরকারি তোলারাম কলেজ, নারায়াণগঞ্জ কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষোভ থেকে দ্রুত দোষী শ্রমিকদের আটক ও তাদের শাস্তির দাবি জানানো হয়।

এর আগে, পরিবহন শ্রমিকদের কর্মবিরতির প্রথম দিন নারায়াণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বহন করা বাসে ভাঙচুর চালিয়ে চালক ও ছাত্রীদের গায়ে কালি দেওয়া হয়। এ ঘটনার পর দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে।

শিক্ষার্থী ছাড়াও এদিন দেশের বিভিন্ন স্থানে চালকদের গায়ে পোড়া মবিল লেপন করেন বেপরোয়া পরিবহন শ্রমিকরা। মানবন্ধন থেকে এ ঘটনারও প্রতিবাদ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ