মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরিতোষ পাল (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি বাড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে তার মরদেহ দাহ করা হয়।
এরআগে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ।
তিনি জানান, পরিতোষ পালের করোনা পজেটিভ ছিল। তিনি বড়লেখায় তার ছেলের বাসায় বেড়াতে গেলে সেখানে মারা যান। সরকারিবিধিতে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাহ করা হয়।