মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজন মিয়া (৬০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) দুপুরে তার তার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে তার বাড়ির কেয়ারটেকার সকালে দেখতে পান ফ্যানের সাথে রশি দিয়ে সুজন মিয়া ঝুলন্ত অবস্থায় আছেন। পরে আশ পাশের লোকজনকে খবর দিলে তারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান আরো জানান, এটা হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে দেখা হবে। মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।