মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শরীরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কানু দাস (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোরে চিকিৎসার জন্য সিলেট যাওয়ার পথে এ্যাম্বুলেন্সেই তিনি মারা যান।
কানু সদর ইউনিয়নের রুপসপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি ফেরি করে কাপড় বিক্রি করতেন।
তার বাড়ী ফেনী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএচইএফপিও ডা. মো. সাজ্জাদ হেসেন চৌধুরী জানান, ওই ব্যক্তির শরীরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় গত ১ জুন তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনো রির্পোট আসেনি।