মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী করোনা মহামারী কর্মযোদ্ধার স্বীকৃতি পেলেন।
ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী স্বাক্ষরিত এক পত্রে স্বীকৃতির কথা জানানো হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় জনপ্রতিনিধি, সশস্ত্র বাহিনী, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক, সুধীমহল ও নাগরিকগণের সহায়তায় করোনা ভাইরাসের বিরুদ্ধে অবিরামভাবে অন্তহীন গতিতে জীবন বাজি রেখে কাজ করে যাওয়ার কারনে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসিল্যান্ড নাসরিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে আধা-সরকারিপত্র (ডিও লেটার) পাঠিয়েছেন ভূমি মন্ত্রণালয় সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।
বৃহঃস্পতিবার (২৫ জুন) এক সাক্ষাতকালে নাসরিন চৌধুরী এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।