মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা পয়েন্ট থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
রোববার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাস্তার পাশ থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা নামক স্থানে সড়কের পাশে আনুমানিক ৪০ বছর বয়সী একজন অজ্ঞাতানামা ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
পরে জয়কলস হাইওয়ে পুলিশের এএসআই শরিফ মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে বদিরগাঁওস্থ ফাঁড়িতে রাখা হয়েছে।
হাইওয়ে পুলিশের এএস আই শরিফ মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লোকটির কোন পরিচয় পাওয়া যাচ্ছে না। সে মৃগী রোগি বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তার পড়নে পাঞ্জাবি ও লুঙ্গি রয়েছে।