মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর সীমান্তের কানিহাটি চাবাগান এলাকা থেকে ১৭০ পিস ইয়াবাসহ উয়াজ কুরনী (২৫) নামের এক যুবকে পুলিশগ্রেফতার করেছে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টায় কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদ ও এএসআই আয়াছ আহমদের নেতৃত্বে গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর- চাতলাপুর সীমান্তের কানিহাটি চা বাগান থেকে ১৭০ পিস ইয়াবাসহ উয়াজ কুরনী (২৫) কে আটক করা হয়।
উয়াজ কুরনী কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মাহমুদ আলীর ছেলে।
রাত ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এএসআই আব্দুল হামিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।