• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে আরও ২ জনের করোনা পজেটিভ

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২০

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে আরো দুইজনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এছাড়া পুরাতন একজন করোনা আক্রান্তের দ্বিতীয় বার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ এসেছে।

এ দুইজন নিয়ে এ উপজেলায় মোট ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন দুইজন।আর সুস্থ হয়েছেন চার জন।

বুধবার (৩ জুন) রাতে ঢাকা ল্যাব থেকে দুই জনের নমুনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ আসে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু মুহাম্মদ নাহিদ।

ডা. আবু মুহাম্মদ নাহিদ জানান, আজ আক্রান্ত একজনের বয়স (২৪)। তার বাড়ী শহরের মুসলিমবাগ এলাকায়।

তিনি আক্রান্ত হয়েছেন গত ২৬ মে করোনায় মৃত্যুবরণকারী পৌর কাউন্সিলর আব্দুল আহাদের সংস্পর্শ থেকে। অন্যজনের বয়স ২৩ বছর। তার বাড়ী লাহারপুর দীঘির পাড়। তার শরীরে করোনা উপসর্গ থাকায় নমুনা পরিক্ষার জন্য পাঠানো হয়েছেল। গত ৩০ মে এদের দুই জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

গত ৩০ মে এদের দুই জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘রাতেই আক্রান্ত দুই জনের বাড়ী লকডাউন করা হয়েছে। এখন তাদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হবে। ’

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ