• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজার কারাগারে কয়েদির মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৭ মে, ২০২০

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) ভোররাতে মতলিব মিয়া (৪৫) নামের কয়েদিকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানোর পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলিব মিয়ার বাড়ি কুলাউড়া উপজেলার টিলাগাঁও গ্রামে।

জেলা কারাগার সূত্র জানায়, চেক ডিজঅনার মামলায় (এনআই অ্যাক্ট) মাস দুয়েক আগে আদালতে সাজাপ্রাপ্ত হন মতলিব মিয়া। এরপর থেকে তিনি মৌলভীবাজার কারাগারে ছিলেন। বুধবার ভোররাতে হঠাৎ করে তার বুকে ব্যথা অনুভূত হলে কারা কর্তৃপক্ষ তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার কারাধ্যক্ষ আবু মুসা জানান, মৃতের শরীরের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ