বুধবার, ১৪ মে ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: করোনার উপসর্গ নিয়ে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের (৫০) মৃত্য হয়েছে।
তিনি গত সোমবার জ্বর, সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া ওই বৃদ্ধ কিডনি ও ব্লাড প্রেসার জনিত সমস্যায় ভুগছিলেন।
মঙ্গলবার রাতে মারা যান তিনি।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত দত্ত এ তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ব্যক্তির বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা মোগলাবাজার ইউনিয়নে।