করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বিয়ানীবাজারে ফুফুর বাড়িতে ভাইপোর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে ফুফুর বাড়ি থেকে ভাইপোর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ছাদ উদ্দিন (২২) উপজেলা দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের আলা উদ্দিনের পুত্র।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের আলা উদ্দিনের পুত্র ছাদ হোসেন সকালে নিজ বাড়ি থেকে একই গ্রামে তার ফুফুর বাড়িতে যান। দুপুর ১২টার দিকে ফুফুর বাড়ির লোকজন নিহত ছাদ উদ্দিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

পবিত্র রমজানের দিন দুপুরে আপন ফুফুর বসতঘরে যুবক ভাইপোর ঝুলন্ত লাশের ঘটনাটি নিয়ে এলাকায় নানা জল্পনা কল্পনা চলছে। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে লাশের ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ পরিস্কার হয়ে যাবে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ