শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
করাঙ্গীনিউজ॥ রাশিয়া বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতলেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র ১৯ বছর বয়সে অনন্য নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার বগলদাবা করলেন তিনি।
চলতি বিশ্বকাপে সেরা আবিষ্কার এমবাপ্পে। তার অবিশ্বাস্য গতি আর স্কিল মুগ্ধ করেছে সবাইকে।
শেষ ষোলোয় আর্জেন্টিনাকে ৪-৩ গোলে বিধ্বস্থ করে ফ্রান্স। সেই ম্যাচে তার জোড়া গোলের সঙ্গে ক্ষীপ্রগতির দৌড় অনেকদিন মনে রাখবেন ফুটবলরসিকরা।
৪ গোল করা ১৯ বছরের বিস্ময় ফিরিয়ে এনেছেন পেলের স্মৃতি।
১৯৫৮ বিশ্বকাপে পেলের পর প্রথম ‘কিশোর’ হিসেবে এবার ন্যূনতম ৩ গোল করার কীর্তি গড়েছেন তিনি। পাশাপাশি ব্রাজিল কিংবদন্তির পর ফাইনালে গোল করার কীর্তি গড়লেন এ তরুণ। শুধু গোল করা না, করানোটাতেও সমান দক্ষ এমবাপ্পে।
বিশ্বকাপের ২১তম আসরে সতীর্থদের দিয়ে একাধিক গোল করিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, ফরাসিদের প্রতি গোলেই রয়েছে তার অবদান।