• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে দরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী দিল জেলা ছাত্রলীগ

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: করোনা পরিস্থিতি মোকাবেলায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে ৫ শতাধিক দরিদ্র, অসহায় লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। এ সময় জেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীর পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর ছাত্রলীগের আহবায়ক ফয়জুর রহমান রবিনসহ জেলা ও পৌর ও উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে অব্যাহত সহযোগিতা থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ