বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট : প্রাণঘাতি নভেল করোনাভাইরাস শনাক্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন।
আজ সোমবার (৩০ মার্চ) সকালে মেশিনটি হাসপাতালটির ল্যাবে নেওয়া হয়েছে।
আগামী সপ্তাহে বিশেষায়িত মেশিনের সাহায্যে করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষা শুরু হবে।
বিষয়টি দৈনিক জালালাবাদকে নিশ্চিত করে হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মেশিন স্থাপন ও পরিচালনার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ আসবেন। মেশিনটি টেস্ট করে হাসপাতালে কর্মরতদের ট্রেনিং দেয়া হবে। এরপর আগামী সপ্তাহ থেকে ল্যাবের কার্যক্রম শুরু হবে।
জানা যায়, স্বাস্থ্য অধিদফতরের সিদ্ধান্ত অনুযায়ী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস সংক্রান্ত পরীক্ষার জন্য এ বিশেষায়িত ল্যাব স্থাপন করা হয়। এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করে এক দিনের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। এখন পর্যন্ত সিলেটে করোনা রোগী শনাক্ত হয়নি।