মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজের এক দিনের মাথায় উদ্ধার করেছে পুলিশ। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) সুদীপ্ত রায়ের সার্বিক তত্বাবধান ও তৎপরতায় জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসেরের নির্দেশনায় পুলিশী তৎপরতায় বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরীর মিনিখলার একটি বাসা থেকে অপহরণকারীসহ নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণকারী বালাগঞ্জ উপজেলার শিউড়কাল (গহরপুর) গ্রামের বাসিন্দা আবুল কালাম (আবু মিয়া) এর পুত্র সিএনজি চালক হেলাল উদ্দিন (৩৫) কে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
জানা যায়, গত (১০ মার্চ) মঙ্গলবার উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের ওই ছাত্রী স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। বিকালে বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে না পেয়ে নিখোঁজ স্কুলছাত্রীর মা রিনা বেগম চৌধুরী জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন। সেই সূত্র ধরে পুলিশের পৃথক টিমভিত্তিক তৎপরতায় কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সম্রাজ মিয়া জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে ওই স্কুলছাত্রীকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী সিএনজি চালক হেলালকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।