করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:সসিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী আব্দুস ছালিক ও জাকির হোসেনের পক্ষ থেকে গরীব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেল তিনটায় তাজপুর দুলিয়ারবন্দ এলাকার পল্লী কুটিরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রবাসী আব্দুস ছালিকের সভাপতিত্বে ও সুলেমান খানের সঞ্চালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহি, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ডাচ্ বাংলা ব্যাংক গোয়ালাবাজার শাখার ম্যানেজার এমজি আজাদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, উপজেলা যুবলীগ নেতা মইন উদ্দিন মোহন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুম আহমদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী মিহিমা সুলতানা শিউলী, জাকির হোসেন ও উপজেলা মহিলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ জেসমিন আক্তার। অনুষ্ঠানে সাড়ে ৭শ’ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ