মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি সিলেট সফরে আসছেন আজ।
সোমবার মন্ত্রী বিমানযোগে সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট পৌঁছে দুপুর ১২টায় পথেঘর-মহালদিক-সুইস গেট রাস্তা উন্নয়নের কাজ পরিদর্শন করবেন।
দুপুর ১২টা ১০ মিনিটে সাহেবের বাজারে হাজী কামাল মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। দুপুর সাড়ে ১২টায় খাদিম পাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন।
বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কৃষকলীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল জব্বারের একুশে পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভায় যোগদান করবেন। মন্ত্রী বিকেল সাড়ে ৪টায় জিন্দাবাজারস্থ জল্লার পার গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
মন্ত্রী সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।