মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিদেশি রিভলভারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১২ জুলাই) সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কান্দিগাও গ্রামস্থ মইন উদ্দিনের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল গণি সদর উপজেলার রংপুর গ্রামের চমক আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার ফয়সলের নেতৃত্বে দুপুর ১২টায় রঙ্গারচর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
অভিযানে কান্দিগাও গ্রামস্থ মইন উদ্দিনের দোকানের সামনে থেকে ১টি বিদেশি রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আব্দুল গণিকে গ্রেপ্তার করে র্যাব।
আটককৃত আ. গনি নিয়মিতভাবে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। উদ্ধারকৃত রিভলবারসহ গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর অধিনায়ক লে. কমান্ডার ফয়সল অস্ত্রসহ একজনকে গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।