মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট নগরীতে ঘটনার ২০ মিনিটের মধ্যে ছিনতাই হওয়া প্রাইভেট কারসহ হাবিবুর রহমান (২৭) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সে হবিগঞ্জ সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল মুহিতের ছেলে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়ার নির্দেশনায় এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সিলেট নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়- রোববার রাত রাত ৮.১০ টার দিকে আসামি হাবিবুর রহমান নগরীর নয়াসড়ক এলাকায় জনৈক রায়হান মিয়াকে ভয় দেখিয়ে তার মালিকানাধীন (মেট্রো-খ ১১-০০৭০) একটি প্রাইভেট কার ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং মাত্র ২০ মিনিটের মধ্যে ছিনতাই হওয়া প্রাইভেট কারসহ ছিনতাইকারীকে আটক করে।
এ ঘটনায় আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ।