মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াছ কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১১৪ জনের আংশিক কমিটি অনুমোদন করেন।
এদিকে, যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মিয়া মোহাম্মদ ইলিয়াছ নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন তার অনুসারী নেতাকর্মীরা।
মিয়া মোহাম্মদ ইলিয়াছ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিনের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।