করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে বরবাহী কারে চাপা পড়ে শিশুর মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে বিয়ে বাড়িতে অসাবধানতাবশত বরবাহী কারের নিচে চাপা পড়ে ১৮ মাস বয়সী জান্নাত নামের এক শিশু নিহত হয়েছে। সে সম্পর্কে বরের ভাতিজি ছিল।

সোমবার (০৩ ফেব্রুয়ারী) দুপুরে বরের নিজ বাড়িতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জান্নাত ওই গ্রামের আলতাফ হোসেনের মেয়ে। এ দুর্ঘটনায় বিয়ে বাড়িতে আনন্দের জায়গা দখল করে নিয়েছে বিষাদ।

জানা গেছে, গতকাল রবিবার বিয়ের পিঁড়িতে বসেন আলতাফ হোসেনের ছোট ভাই ফাহিম আহমদ। আজ সোমবার ছিল তার ওয়ালিমা। ওয়ালিমার অনুষ্ঠানে যোগ দেবার সময় অসাবধানতাশত বরবাহী কারের নিচে তার ১৮ মাস বয়সী ভাতিজি জান্নাত চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথে জান্নাত মারা যায়।

জান্নাতের মৃত্যুর পর বিয়ে বাড়িতে কান্নার রোল ওঠে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ