• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জুড়ীতে চা শ্রমিকের লাশ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে নিজ বাড়ীর পাশের একটি জমি থেকে বদরী যাদব (৪৩) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০১ ফেব্রুয়ারী) সকালে নিজ বাড়ী সাগরনাল চা বাগানের নিজ লাইন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত বদরী যাদব উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানের নিজ লাইন এলাকার বাসিন্দা পলটু যাদবের পুত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বদরী যাদব শুক্রবার রাত ৮টায় বাড়ীতে বাজার খরচ দিয়ে বের হয়ে আর ফিরে যাননি। শনিবার সকাল ৮টায় বাড়ীর পাশে জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, লাশের মাথা, মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ