করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে ৪.১ মাত্রায় ভূমিকম্প

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি,সিলেট:সিলেট অঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়।

সোমবার (২৭ জানুয়ারী) দুপুর ১টা ১০ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে এর প্রভাব পড়ে। তবে এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢাকা আবহাওয়া অফিসের ইলেকট্রিক্যাল সহকারী মো. হানিফ জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল সিলেট সদর থেকে ৯ কিলোমিটার উত্তরে গোয়াইনঘাট উপজেলা। ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৪ দশমিক ১।

এদিকে ভূকম্প শুরু হওয়ার পর নগরীর জিন্দাবাজারে বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। এ সময় মার্কেটের ক্রেতারা ছোটাছুটি শুরু করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ