করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট শুরু

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, গোয়াইনঘাটের জাফলংসহ অন্য সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন।

শনিবার (২৫ জানুয়ারী) ভোর ৬টা থেকে পূর্বঘোষিত ধর্মঘট শুরু হয়। ফলে সিলেট নগরীসহ জেলার কোথাও পন্যপরিবাহী ট্রাক চলাচল করতে দেখা যায়নি।

ট্রাক শ্রমিকরা জানান, পাথর কোয়ারি বন্ধ থাকায় তারা পাথর পরিবহন করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এর আগে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সভা সমাবেশ, স্মারকলিপি ও আলটিমেটাম দেওয়া হলেও কোয়ারি খুলে দেওয়া হয় নি। ফলে বাধ্য হয়ে শ্রমিকরা স্বত:স্ফূর্ত কর্মবিরতি পালন করছে।

ধর্মঘটের কারণে সিলেটে কোনো ধরণের পাথর পরিবহন না হওয়ায় সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু আঞ্চলিক মহাসড়ক, সিলেট-তামাবিল মহাসড়কসহ সকল সড়কে ট্রাক চলাচল বন্ধ রেখে শ্রমিকরা ধর্মঘট করছে। ধর্মঘটের কারণে সকালে সবজিবাহী কোনো ট্রাকও সিলেটে প্রবেশ করেনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ