মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তার পার্শ্বে অবৈধভাবে বালু স্তুুুপ করে রেখে চলছে ব্যবসা। পরিবেশ নষ্টসহ রাস্তায় মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। এতে যে কোন সময় দুর্ঘটনা ঘটাতে পাবে।
জানা যায়, উপজেলার ভানুগাছ-শমশেরনগর ব্যস্ততম সড়কের ভানুগাছ খাদ্য গুদামের দেয়াল ঘেষে সরকারী রাস্তার পার্শ্ব দখল করে অবৈধভাবে বালুর স্তুুপ করে রাখা হয়েছে। প্রতিদিন ভোর রাতে উপজেলার বিভিন্ন ছড়া থেকে বালু উত্তোলন করে ট্রাক যোগে এনে এখানে জড়ো করে রাখে।
স্থানীয় পথচারীরা জানান, বিকাল বেলায় ট্রাক যোগে এসব রাখা বালু আবারো ট্রাক যোগে দেশের অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। ব্যস্ততম সড়কের পার্শ্বে এভাবে অবৈধভাবে বালু রাখার কারণে রাস্তাটি সরু হয়ে পড়েছে। তাই এই সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ ব্যবসা চললে ও অদৃশ্য কারণে প্রতিকারে নির্বিকার।