মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা ট্রাক ট্যাংকলরি, কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যালয় হামলা, ভাঙচুরের প্রতিবাদে ও দায়েরকৃত মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ জেলাব্যাপী ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে এ কর্মবিরতির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।
দূরপাল্লার যানবাহনের পাশাপাশি, সাধারণ যাত্রী পরিবহন চলাচলেও বাঁধা সৃষ্টি করছেন শ্রমিকরা।
এতে সারা জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে রাস্তায় কিছু সিএনজি অটোরিকশা চলতে দেখা যায়।