মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে পরিবহন ধর্মঘটের দিনও ট্রাকের চাপায় হুছনে আরা বেগম (৪০) নামের হবিগঞ্জের নবীগঞ্জের এক নারী প্রাণ হারালেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বেলা ২টায় মৌলভীবাজারের কনকপুর এলাকার একটি পার্কের সামনে রাস্তা পারাপারের সময় তিনি নিহত হন।
নিহত হুছনে আরা বেগম নবীগঞ্জ উপজেলার বাশঘর গ্রামের নফল মিয়া স্ত্রী। তিনি ৫ কন্যার জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হুছনে আরা বেগম নবীগঞ্জ থেকে বেড়াতে এসেছিলেন নিজের বাবার বাড়ি। নিহতের বোনকে নিয়ে রাস্তা পারাপারের সময় (ঢাকা মেট্রা ট ২০-৯৫৪২) নাম্বারের একটি ট্রাক চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে”।