মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে পীরের বিরুদ্ধে কথা বলায় যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে রাজন নামের এক যুবককে রাস্তা থেকে ধরে নিয়ে হিলালপুরে পীরের বাড়িতে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়।
নিহত রাজন আহমদ (৩০) সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামের আশিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে হিলালপুরের পীর বাহিনীর প্রধান নামে পরিচিত পীর আজাদ পার্শবর্তী বালিকান্দি খেয়াঘাট থেকে রাজনকে তুলে নিয়ে হিলালপুরস্থ পীর আজাদের নিজ বাড়িতে নিয়ে আসে। এ সময় পীর আজাদ ও তার সহযোগীরা ধারালো আস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে তাকে। হত্যার পর একটি সিএনজি অটো রিক্সায় করে রাজনের মরদেহ তোলে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপালে পাঠিয়ে পীর আজাদ বাড়ি তালা দিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, নিহত রাজন পীর আজাদের ছোট ভাই রুবেল হত্যাকান্ডের এজাহারভুক্ত আসামী ছিল।
এদিকে আলোচিত পীর আজাদের বিরুদ্ধেও মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।