করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে কার উল্টে এমসি কলেজের আরেক ছাত্রের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট নগরীর টিলাগড়ে সড়ক দুর্ঘটনায় আহত আরিফুল ইসলাম রুবেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে নগরীর চামেলীবাগ এলাকার বাসিন্দা ও সিলেট এমসি কলেজের শিক্ষার্থী।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর দেড় টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১১ টার দিকে টিলাগড় পয়েন্টের স্পিটব্রেকার ক্রসিংয়ের সময় বেপরোয়াভাবে চালানো প্রাইভেটকার উল্টে যায়। এতে কারের ভেতরের থাকা চার বন্ধু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন। নিহত নয়ন দাস (২৭) নগরীর চামেলীবাগ এলাকার ইরেশ দাসের ছেলে এবং এমসি কলেজের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী। আর কারের ড্রাইভার মাহের, মেহরাব বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বালুচর এলাকা থেকে টিলাগড়গামী প্রাইভেট কারটি অত্যন্ত দ্রুত বেগে চালাচ্ছিলেন চালক। সম্ভবত ওই বেপরোয়া গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা চারজনের প্রত্যেকেই গুরুতর ভাবে আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর নয়ন দাস মারা যান। পুলিশ প্রাইভেটকারটি উদ্ধার করেছে।

এদিকে আগের রাতে নিহত নয়নের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২ টায় সদর উপজেলার খাদিমপারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চামেলীবাগ তার নিজ বাড়িতে এ শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ