সোমবার, ১২ মে ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
শাহজাহান মিয়া মোল্লা মাধবপুর উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং রিয়াজনগর গ্রামের মৃত কদর আলীর পুত্র।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাতে শাহজিবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫শত কেজি বৈদ্যুতিক চোরাই তারসহ তাকে হাতেনাতে আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
সে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে এবং পিডিবি’র কর্মচারীকে ম্যানেজ করে লাখ লাখ টাকার এসব তার বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।
গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তারসহ তাকে আটক করে। এসময় তার সাথে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।