করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

পররাষ্ট্রমন্ত্রী সিলেট আসছেন আজ

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

করাঙ্গীনিউজ: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন দু দিনের সফরে আজ শুক্রবার সিলেট আসছেন।

তিনি দুপুর ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।

পরে বিকেল সাড়ে ৩ টায় সিলেট নগরীর দরগা গেইটস্থ বৈদ্যুতিক খুঁটিবিহীন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিকেল সোয়া ৪ টায় সিলেট সার্কিট হাউজে সিলেট-১ আসনে গত এক বছরের কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

সন্ধ্যা ৬ টায় জেলা পরিষদে ভিক্ষুকমুক্ত সিলেট নিয়ে সামাজিক সংগঠন পরিবর্তনের সেমিনারে যোগ দিবেন।

পররাষ্ট্রমন্ত্রী কাল শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদে জেলার আর.টি.আই অনলাইন ট্র্যাকিং সিস্টেম বিষয়ক অবহিতকরণ ও প্রশিক্ষণ সভায় যোগদান করবেন।

সকাল পৌনে ১০টায় জেলা স্টেডিয়াম প্রাঙ্গনে জাতীয় পিঠা উৎসব, সকাল সাড়ে ১১টায় নয়া সড়ক কিশোরী মোহন বালিকা বিদ্যালয়ের পূনর্মিলনী ও বেলা সাড়ে ১২টায় এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে সিলেট চেম্বার অব কমার্সের বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ওই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ