মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন দু দিনের সফরে আজ শুক্রবার সিলেট আসছেন।
তিনি দুপুর ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।
পরে বিকেল সাড়ে ৩ টায় সিলেট নগরীর দরগা গেইটস্থ বৈদ্যুতিক খুঁটিবিহীন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিকেল সোয়া ৪ টায় সিলেট সার্কিট হাউজে সিলেট-১ আসনে গত এক বছরের কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।
সন্ধ্যা ৬ টায় জেলা পরিষদে ভিক্ষুকমুক্ত সিলেট নিয়ে সামাজিক সংগঠন পরিবর্তনের সেমিনারে যোগ দিবেন।
পররাষ্ট্রমন্ত্রী কাল শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদে জেলার আর.টি.আই অনলাইন ট্র্যাকিং সিস্টেম বিষয়ক অবহিতকরণ ও প্রশিক্ষণ সভায় যোগদান করবেন।
সকাল পৌনে ১০টায় জেলা স্টেডিয়াম প্রাঙ্গনে জাতীয় পিঠা উৎসব, সকাল সাড়ে ১১টায় নয়া সড়ক কিশোরী মোহন বালিকা বিদ্যালয়ের পূনর্মিলনী ও বেলা সাড়ে ১২টায় এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে সিলেট চেম্বার অব কমার্সের বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ওই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।