সোমবার, ১২ মে ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার বানিয়াগাঁও একতা যুব সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন ফুটবল টুৃর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় পল্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০ এ খেলাটি ফিতা কাটার মাধ্যমে শুরু হয়।
খেলাটি ফিতাকেটে উদ্বোধন করেন মিরপুর ইউনিয়নের সদস্য শামীম আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, বাহুবল প্রেসক্লাব সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, মিরপুর বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী শাহেদ মিয়া, মিরপুর কলেজ ছাত্রদল সাধারন সসম্পাদক স্বপন তালুকদার, কচুয়াদী গ্রামের মুরুব্বী ফারুক মিয়া প্রমূখ।
খেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৬ টি দল অংশ গ্রহন করেন।
খেলার প্রথম পুরষ্কার একটি ফনিক্স বাইসাইকেল, দ্বিতীয় পুরষ্কার একটি স্মার্ট মোবাইল ফোন সহ বিভিন্ন প্রকারের পুরষ্কার।
খেলার প্রথম পুরষ্কারটি দিবেন খেলার উদ্বোধক ও মিরপুর ইউনিয়নের সদস্য শামীম আহমদ।
খেলা পরিচালনা করবেন সুজন,সুয়েব,রুমান,মোবারক,মিজান,শিপন,মাছুম ও ফয়সল।