মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষি।টত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, ভাইস চেয়াম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, উপজেলা আওমীলীগের সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর থানায় এসআই সুজিত কুমার চক্রবর্তী, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উছমানপুর ইউপি চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, উপজেলা দুপ্রকের সভাপতি সহকারী অধ্যাপক ছুরাব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্পন কুমার চক্রবর্তী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, প্রধান শিক্ষক শহীদ হাসান, হেলেন বেগম চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুল হক, প্রভাষক সুশান্ত দেবনাথ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়তি দত্ত, আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, ফায়ার ব্রিগেড অফিসার হারুন মিয়া প্রমূখ।