মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা মহিলা আওামীলীগের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে চাদর বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলার দুলিয়াবন্দস্থ পল্লী কুটিরে প্রায় অর্ধশত শীতার্ত মানুষের মধ্যে চাদর বিতরণ করা হয়।
ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তা পারভীনের পরিচালনায় চাদর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার ঝিনু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি সদস্য ছানার বেগম, সহ-সভাপতি ইউপি সদস্য রাবেয়া বেগম, সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম, সাংগঠনিক সম্পাদক পারুল বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুনারা বেগম, দপ্তর সম্পাদক আশেয়া খানম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দিলারা বেগম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আসমা খানম, তথ্য ও গবেষণা সম্পাদক ইউপি সদস্য আশা রানী সূত্রধর, কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সুলতানা বেগম, কার্যনির্বাহী সদস্য ইউপি সদস্য নেওয়া বেগম, ডলি বেগম, চামেলী রানী, দিপ্তি রানী দাস প্রমুখ।