সোমবার, ১২ মে ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
শনিবার বেলা পৌনে বারটায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এতে ধর্মপাশা সদর ইউনিয়নে চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, পাইকুরাটি ইউনিয়নে ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউনিয়নে আলাউদ্দিন শাহ্, জয়শ্রী ইউনিয়নে সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে মোকাররম হোসেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে ফরহাদ আহমেদ, মধ্যনগর ইউনিয়নে প্রবীর বিজয় তালুকদার, চামরদানি ইউনিয়নে আলমগীর খসরু, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আজিম মাহমুদ ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে আ. ছাত্তারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস জানান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ শনিবার বেলা পৌনে বারটায় মনোনিত এ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আগামী ৪ জুন এ উপজেলায় ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।