সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার (০৭ মে) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডি থেকে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি তাহিরপুর উপজেলার ৭ ইউপির আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করেছেন।
প্রার্থীরা হলেন- ১নং উত্তর শ্রীপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, ২নং দক্ষিণ শ্রীপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ সরকার, ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউনুছ আলী, ৪নং উত্তর বড়দল ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৫নং বাদাঘাট উত্তর ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, ৬নং তাহিরপুর সদর ইউপির সাবেক যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জী শামীম, ৭নং বালিজুরী ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান।