মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে ৪ কেজি গাঁজা ও ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
আজ শনিবার ভোরে বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের চিমটিবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু বককরের নেতৃত্বে ও নিজস্ব গোয়েন্দা নায়েক নয়ন মিয়ার সুত্রে ১৯৭৩ মেইন পিলারের ১৮ এস এর নিকট গাজা ও মাদক উদ্ধার করেন।
বিজিবি জানায়, রাত ২ টায় খরব আসে সিমান্তে মাদক ব্যবসায়িরা প্রবেশ করছে।এসময় বিজিবি’র একদন জোয়ান গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে পাহাড়া দিতে থাকে।ভোর ৫ টা ৪০ মিনিটে মাদক ব্যবসায়িরা ৪ কেজি গাজা,২ বোতল বিয়ার ও ১ বোতল মদ আসলে বিজিবি ধাওয়া করে।এতে মাদক ব্যবসায়িরা পালিয়ে যায়।
উদ্ধার কৃত গাজা ও মদ বিজিবি’র হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন সদরে পাটানো হচ্ছে।