মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) ৪ ঘন্টা বন্ধ থাকার পর বেলা দুইটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ( তারাকান্দি ফার্টিলাইজার) বরমচাল এলাকায় আসলে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেট-ঢাকা, সিলেট-চট্রগ্রামের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রুমান আহমদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।