মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ শত ৭৬ পিস ইয়াবা নিয়ে নবীগঞ্জের মাদক ব্যবসায়ীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দরগা মহল্লাহ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার পুদিনাপুর এলাকার আব্দুল মুহিতের ছেলে গোলাম সারোয়ার (২৫), ও হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের মৃত ইসমাইল আহমদের ছেলে মো. বদরুল আলম (২৭)।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল্লাহ ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।