সোমবার, ১২ মে ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে তাৎক্ষনিক জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী আব্দুল আহাদ তুষারের নেতৃত্বে শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আহাদ তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, আব্দুস সালাম লিটন, মহিদুল ইসলাম সাজুন, মোঃ জিবলু মিয়া, এনামুল হক এনি, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সজিব, মোঃ নূর মিয়া, জয়েল মিয়া, আল আমিন, শেখ মোঃ রাসেল, শাহ উজ্জল মিয়া, আব্দুল কাদির, আব্দল মুমিন মিজান, মখলিছুর রহমান ইশান প্রমুখ।
বক্তারা খালেদা জিয়াকে জামিন না দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার মুক্তি দাবী করেন অন্যতায় বৃহত্তর আন্দোলনেরহ হুশিয়ারী করে দেন।