করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- মধ্যরাতে নির্বাচিত আওয়ামীলীগ সরকার এখন দুর্নীতির রুল মডেল। সারাদেশে আওয়ামলীগের নেতাকর্মীরা দুর্নীতির মহাসাগরে নিমজ্জিত। দেশের রন্দ্রে রন্দ্রে আওয়ামীলীগ নেতারা দুর্নীতির জাল তৈরী করেছে। হবিগঞ্জ একটি ছোট্ট শহর, এই শহরে শেখ হাসিনা মেডিকেল কলেজ থেকে ১৪ কোটি টাকা বাগ-বাটোয়ারা করে খেয়ে ফেলেছে। এমন অসংখ্য দুর্নীতি হবিগঞ্জে হয়েছে। যা দেশের সংবাদ মাধ্যমে এর কিঞ্চিত পরিমাণ প্রকাশ হয়েছে। দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী সুদ্ধি অভিযান পরিচালনা করলেও হবিগঞ্জে এর ছোয়া লাগেনি। ফলে হবিগঞ্জের দুর্নীতিবাজরা লজ্জিত না হয়ে আরও উচ্ছাসিত হচ্ছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ জেলা মহিলাদলের এক কর্মীসভায় এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এই সভা অনুষ্ঠিত হয়।

জি কে গউছ বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি বাংলাদেশের মানুষের আশা আকাংখার প্রতীক। তিনি বাংলাদেশে বয়স্ক ভাতা ও বিধবা ভাতা চালু করেছিলেন। নারী শিক্ষার প্রসারে উপ-বৃত্তি চালু করেছিলেন, অষ্টম শ্রেণী পর্যন্ত বেতন মওকুপ করেছিলেন। তাই খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মহিলাদের সম্পৃক্ত করতে হবে। নারীদের কল্যাণে খালেদা জিয়ার গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরতে মহিলাদলের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা মহিলাদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলি সুলতানা, নবীগঞ্জ পৌর মহিলাদলের রোকেয়া বেগম, সেমলা বেগম, আররিন বেগম, কবিরা বেগম, ফাতেমা বেগম, মিনা বেগম, নূরজাহান বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ