সোমবার, ১২ মে ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ২৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রাম থেকে জামাল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উত্তর বালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ জামাল মিয়াকে আটক করে।
গ্রামের সুন্দর আলীর ছেলে জামাল মিয়া।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।