করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মালদ্বীপকে উড়িয়ে দিলো বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

ক্রীড়া ডেস্ক: এসএ গেমস ক্রিকেটে পুরুষ ইভেন্টে মালদ্বীপকে ১০৯ রানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল। বাংলাদেশের দেয়া ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে তানভির ইসলামের ঘূর্ণিতে মাত্র ৬৫ রানে থেমে যায় মালদ্বীপের ইনিংস।

কীর্তিপুরে টস জিতে ব্যাট করতে নেমে মালদ্বীপের বোলারদের কঠিন পরীক্ষা নেন দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ। নাঈম ১ ছক্কা আর ৪ চারে ৩৮ রান করে রান আউটে কাটা পড়লে ভাঙে ৫৯ রানের ওপেনিং জুটি।

তবে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সৌম্য বিদায় নেন ৪৬ রান করে। আর ৪৯ রান করে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন।

শেষ দিকে আফিফের ১৬ আর রাব্বির ১২ রানে ১৭৪ রান তোলে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল।

জবাবে ব্যাট করতে নেমে তানভির ইসলামের ঘূর্ণিতে বিপাকে পড়ে মালদ্বীপ। ১৫ রান তুলতেই প্রথম উইকেট হারায় মালদ্বীপ। মোহাম্মদ রিশ্বান ৫ রানে ফেরেন তানভিরের দ্বিতীয় শিকার হয়ে। ১৯ রানে প্রথম পাঁচ উইকেট নেন তানভির। এরপর আফিফ-আফ্রিদিরা যোগ দিলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মালদ্বীপ। ৬৫ রানে থামতে হয় তাদের।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ