করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

পাল্টে গেলো বঙ্গবন্ধু বিপিএলের সময়সূচি

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

ক্রীড়া ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএল শুরু হবে ১১ ডিসেম্বর থেকে। তবে শুরুর আগে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগের সময়সূচিতে দিনের প্রথম ম্যাচ শুরুর সময় ছিল বেলা সাড়ে ১২টায় এবং পরের ম্যাচ শুরুর কথা সন্ধ্যা সাড়ে ৫টায়। তবে শিশিরের কথা ভেবে ম্যাচের সময়সূচিতে এসেছে পরিবর্তন।

রোববার (০১ ডিসেম্বর) বিসিবি থেকে জানানো হয়, পরিবর্তিত সময়সূচিতে কেবল শুক্রবার ছাড়া বাকি ৬দিন দিনের প্রথম ম্যাচ হবে দুপুর দেড়টায়। আর সন্ধ্যা ৬টায় হবে পরের খেলা। শুক্রবারে জুমার নামাজের জন্য প্রথম ম্যাচ হবে দুপুর ২টায় এবং পরের ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়।

বিপিএলের আগের আসরগুলোতেও সময়সূচির পরিবর্তন হয়েছিল। এবার শিশিরের কথা ভেবে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরে হয়তো আবারও বদলে যেতে পারে বিপিএলের সময়সূচি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ