করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা আদায়

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৌমুহনী, ভানুগাছ বাজার, শমসেরনগর রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (০১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স ।

অভিযানকালে মো: আফিল উদ্দিন নামে একজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে শমসেরনগর রোডে অবস্থিত খাদ্য পণ্যের মূল্য অতিরিক্ত নেওয়ায় নিউ পানাহার হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫% ৫০০ টাকা প্রদান করা হয়।

এছাড়াও অভিযানকালে চৌমুহনীতে অবস্থিত মেসার্স সালাম ষ্টোরকে ২ হাজার টাকা, ভানুগাছ বাজারে অবস্থিত নিলু ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা,খাদ্য পণ্যের অতিরিক্ত দাম নেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ